You have reached your daily news limit

Please log in to continue


পুরোনো ও নতুন প্রযুক্তির মিশেলে কেমন হলো ট্রাম্প মোবাইল

নতুন আইফোন ১৭ বাজারে আসার অপেক্ষায় রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। তবে তার আগেই এক চমক এনে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন গতকাল সোমবার ৪৯৯ ডলারের ‘ট্রাম্প মোবাইল টি১’ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে চালু হয়েছে নতুন একটি মোবাইল ক্যারিয়ার সার্ভিসও, যার মাসিক খরচ ৪৭ দশমিক ৪৫ ডলার।

এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্রে যেখানে ইতিমধ্যে অসংখ্য মোবাইল ফোন পরিষেবা রয়েছে, সেখানে নতুন একটি ক্যারিয়ারের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? আর আধুনিক ফিচারে ভরপুর অসংখ্য স্মার্টফোনের ভিড়ে গ্রাহক কেনই বা বেছে নেবেন ট্রাম্প মোবাইল ফোন?

তবে প্রযুক্তিগত দিক থেকে ট্রাম্প মোবাইল টি১ ফোনকে বলা হচ্ছে পুরোনো ও নতুন প্রযুক্তির এক অনন্য মিশ্রণ। তাই এটি গ্রাহকদের নজর কাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

১. পুরোনো পোর্ট ফিরিয়ে আনা হয়েছে

বর্তমানে অধিকাংশ স্মার্টফোন, হোক সেটা অ্যান্ড্রয়েড বা আইফোন, ৩.৫ এমএম (মিলিমিটার) হেডফোন জ্যাক বাদ দিয়ে দিয়েছে। তবে ৬.৭ ইঞ্চি ডিসপ্লের এই টি১ ফোনে সেই জ্যাক আবার ফিরেছে। তবে ফোনের সঙ্গে তারযুক্ত ইয়ারফোন থাকবে কি না, তা বলা হয়নি।

২. বাড়ানো যাবে মেমোরি

ফোনটির প্রাথমিক স্টোরেজ ২৫৬ গিগাবাইট। তবে বিস্ময়ের ব্যাপার হলো, ফোনটিতে মেমোরি কার্ড স্লটও রয়েছে, যা এখনকার দিনে বিরল। এটি বোঝায় যে, ফোনের পেছনের কভার খোলা যেতে পারে এবং সম্ভবত ব্যাটারিটিও পরিবর্তনযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন