 
                    
                    ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাসের শাখা ভবন ক্ষতিগ্রস্ত
                        
                            ডেইলি স্টার
                        
                        
                        
                         প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১৬:২৭
                        
                    
                ইসরায়েলি শহর তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি ভবন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, তেল আবিবে দূতাবাসের একটি ভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ওই হামলায় ভবনটির সামান্য ক্ষতি হয়। এই ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হননি।
সোমবার একাধিক ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর আগে ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল।

 
                    
                 
                    
                 
                    
                 
                    
                