You have reached your daily news limit

Please log in to continue


গণমাধ্যমের কালো দিন : আর না ফিরুক অভিশপ্ত সময়

একটি কথা প্রচলিত আছে, কাউকে যখন প্রকাশ্যে স্বৈরাচার বলা যায়, তিনি আসলে স্বৈরাচার নন। কিন্তু যখন স্বৈরাচার কথাটি মুখে আনা যায় না, তখনই সত্যিকারের স্বৈরাচারের সময়। এমন অবস্থাই ছিল গত ১৫ বছর। পরিস্থিতি এমনই ভয়াবহ ছিল, গণমাধ্যমের জন্য কালো দিনটিও পালন করা যাচ্ছিল না। ১৯৭৫ সালের ১৬ জুন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা সরকারি ব্যবস্থাপনায় রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেয়। ফলে কথা বলার স্বাধীনতার অবসান ঘটে, জনগণ সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ খবর জানা থেকে বঞ্চিত হয়।

গোটা দেশে যেন অন্ধকার নেমে আসে। একই সঙ্গে হাজারো সাংবাদিক রাতারাতি বেকার হয়ে পড়েন। এখানেই শেষ নয়, জবরদস্তিমূলকভাবে সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীকে বাকশালে যোগদানে বাধ্য করা হয়। অনেক সাংবাদিক সেদিন জীবন-জীবিকার ভয়ে বাকশালের ফরম পূরণ করেন। এ কারণেই সংবাদমাধ্যম ও বাক্স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো দিন হিসাবে চিহ্নিত। জাতীয় ইতিহাসের অন্যতম কলঙ্কজনক দিন এটি। সাংবাদিক সমাজ প্রতিবছর এ দিনটিকে ঘৃণা ও ধিক্কারের সঙ্গে ‘কালো দিবস’ হিসাবে পালন করে থাকে। ১৯৭৮ সালে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক কাউন্সিলে গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ দিনটিকে কালো দিবস ঘোষণা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন