You have reached your daily news limit

Please log in to continue


‘আশিকি’ থেকে ‘ক্ষতিপূরণ’, ঈদের কোন নাটকগুলো বেশি দেখছেন দর্শক

ঈদে নাটক নিয়ে সব সময়ই দর্শকদের আলাদা আগ্রহ থাকে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও ঈদকে ঘিরে ভিন্ন ঘরানার সব গল্পের নাটক প্রচার করে। এবার ঈদুল আজহায় নাটকেও তার ব্যতিক্রম হয়নি। দর্শক গত ঈদুল ফিতরে পারিবারিক গল্পের নাটক পছন্দ করায় এবারও এ ধারার গল্পের আধিক্য দেখা গেছে। এর বাইরে কমেডি ও রোমান্টিক নাটক নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। ঈদের কোন নাটকগুলো দর্শক দেখছেন, কী আছে সেসব নাটকের গল্পে?

শীর্ষে ‘আশিকি’
সহজ–সরল এক ছেলে আশিক। হঠাৎ সে একদিন ক্যাম্পাসে জেসিয়া নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব করে। দেখতে একটু অন্য রকম হওয়ায় ধনীর দুলালি মেয়েটি সবার সামনে ছেলেটিকে অপমান করে। এ অপমানই বদলে দেয় তরুণের জীবন। সে একসময় রকস্টার হয়ে যায়। রোমান্টিক এ গল্প ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। নাটকের নাম ‘আশিকি’। গল্পে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। ঈদের আগেই টিজার ঘিরে আলোচনায় আসে নাটকটি। ট্রলের শিকার হন জোভান। রোমান্টিক সে নাটক এক দিনে ৬০ লাখের বেশি ভিউর নতুন রেকর্ড গড়ে। বাংলা নাটকে এক দিনে এত ভিউ আগে হয়নি। নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ৪০ লাখের বেশি। টানা ৬ দিন ধরে এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। রোমান্টিক গল্পের নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন