
গুগলে যেসব বিষয় কখনো সার্চ করবেন না
যেসবের বিজ্ঞাপন দেখতে চান না
ধরুন, কোনো আত্মীয়ের শিশুর জন্য ডায়াপার প্রয়োজন। আশপাশে কোনো দোকান খোলা নেই, তাই অনলাইনে সার্চ করলেন। এর পর থেকে গুগল হোক, ফেসবুক হোক; যেখানেই সার্চ করছেন বিজ্ঞাপন হিসেবে সামনে আসছে সেই ডায়াপারের বিজ্ঞাপন। এমনটা হওয়াই স্বাভাবিক। গুগল তার ব্যবহারকারীর সার্চের ওপর কড়া নজরদারি করে। যে বিষয়ে সার্চ করছেন, সেই পণ্যই চোখের সামনে আসতে থাকবে প্রতিদিন। ফলে কোনো জিনিস বারবার দেখতে না চাইলে সেসব গুগলে সার্চ না করাই শ্রেয়।
বেআইনি কিছু
শখের বশে কিংবা মজা করে হলেও গুগলে বেআইনি কিছু সার্চ করবেন না। ফোনকলের মতো ইন্টারনেটও এখন অপরাধী ধরার সবচেয়ে বড় অস্ত্র। এমনও হতে পারে, আপনি কোনো নির্দিষ্ট অপরাধের ‘অ’–ও জানেন না। কিন্তু আপনার সার্চ হিস্ট্রি ধরে খুঁজে সন্দেহভাজনের তালিকায় আপনাকেও রাখতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি অপরাধীর সঙ্গে কিছু মিল দেখে অপরাধের সঙ্গে জড়িয়ে ফেলা হতে পারে আপনাকে। এ ছাড়া বিশ্বের উন্নত কিছু দেশে বেআইনি কিছু সার্চ করলে ওই ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে সন্দেহভাজনের তালিকায় রাখে। ফলে বেআইনি কিছু সার্চ না করাই উত্তম।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সার্চ হিস্ট্রি