You have reached your daily news limit

Please log in to continue


‘কান্তারা’র শুটিংয়ে ভূতের আছর!

সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৬ কোটি রুপি। সেই সিনেমাই বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। ২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। এই সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। মুক্তি পাওয়ার কথা এ বছরের ২ অক্টোবর। কিন্তু এখনো শুটিংই শেষ করতে পারেননি ঋষভ শেঠি। একের পর এক বাধায় অনিশ্চয়তার মুখে পড়েছে কান্তারা: চ্যাপ্টার ওয়ান।

শুটিং শুরুর পর থেকে এ পর্যন্ত সিনেমাটির তিনজন শিল্পীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মে মাসে বন্ধুর বিয়েতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাকেশ পূজারি। একই মাসে কর্ণাটকের সৌপর্নিকা নদীতে পাওয়া যায় এম এফ কপিলের মরদেহ। কয়েক দিন আগে গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে মারা যান কলাভবন নিজু। তাঁরা সবাই কান্তারা: চ্যাপ্টার ওয়ানের বিভিন্ন চরিত্রে অভিনয় করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন