You have reached your daily news limit

Please log in to continue


গরমে সতেজ ত্বকের জন্য ঘরে তৈরি টোনার

গরমে যখন ঘেমে-নেয়ে ত্বক বিবর্ণ, ক্লান্ত আর তৈলাক্ত হয়ে পড়ে তখন একটু সতেজতা যেন স্বর্গের মতো লাগে।

আর এই সতেজতাই এনে দিতে পারে একটি ঘরে তৈরি ‘ফেইস টোনার’।

অনেকে ভাবেন, টোনার বুঝি খুব একটা দরকারি না। তবে ত্বক তৈলাক্ত, ব্রণ প্রবণ কিংবা রোদে পুড়ে কালো হয়ে যায়, তাহলে টোনার ব্যবহার না করে উপায় নেই।

“এটি শুধু ত্বক পরিষ্কারই করে না বরং লোমকূপ ছোট করে, ত্বকের পিএইচ বা ক্ষারীয় অবস্থার ভারাসাম্য ঠিক রাখে। আর ত্বককে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত”- বলেন, ‘জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি।

চালের পানি টোনার

যা লাগবে

আধা কাপ চাল

পানি

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: চাল ভালোভাবে ধুয়ে দুতিন-বার পানি পাল্টে নিন যেন ময়লা বা ধুলাবালি না থাকে।

এবার একটি বাটিতে আধা কাপ চাল নিয়ে পানি দিন। ৩০-৪৫ মিনিট ভিজিয়ে রাখুন।

এবার পানি ছেঁকে একটি পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। মুখ ধোয়ার পর এই চালের পানি স্প্রে করুন বা তুলো দিয়ে লাগান।

উপকারিতা: লোমকূপ ছোট করে ত্বকে টানটানভাব আনে। ব্রণ কমায় ও লালচে-ভাব হালকা করে। দাগ ছোপ কমিয়ে ত্বক করে মসৃণ ও উজ্জ্বল।

শসার টোনার

যা লাগবে

১টি শসা

১ কাপ পানি

যেভাবে বানাবেন ও ব্যবহার করবেন: শসা ছোট ছোট করে কেটে পানি দিয়ে ব্লেন্ড করুন। এবার একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তরলটি একটি স্প্রে বোতলে রেখে ফ্রিজে ঠাণ্ডা করে তুলো দিয়ে মুখে লাগান।

উপকারিতা: রোদে পোড়া ত্বকে আরাম দেয়। ত্বক সতেজ ও আর্দ্র রাখে। দাগ ও ভাঁজ কমায়। প্রতিদিন এক গ্লাস শসার রস খেলেও ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন