You have reached your daily news limit

Please log in to continue


ঈদের ছুটি শেষ হতেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

একদিনের ব্যবধানে ঢাকার বায়ুমানের ব্যাপক অবনতি হয়েছে। সহনীয় পর্যায়ের বাতাস থেকে অবনতি হয়ে আজ রাজধানী শহরের বাতাস সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর।

আজ রোববার বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকা দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। যেখানে গতকাল সকাল ৯টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী দূষিত শহর তালিকায় ঢাকার অবস্থান ছিল ৪০ তম।

আজ ঢাকার বায়ুমান সূচক ১৪৭। অথচ গতকালই রাজধানী শহরের বাতাসের মান ছিল ৬৯, যা সহনীয় বাতাসের নির্দেশক।

গতকাল ১৬০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকলেও আজ ১৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার শহর মেদান। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে বাহরাইনের মানামা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি সি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৩৫, ১৩২ ও ১৩২।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন