You have reached your daily news limit

Please log in to continue


ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব

আগামী বছরের এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব আগে থেকেই বলে আসছিল এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী নয়। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

আমরা মনে করি করি, শুধু নির্বাচনের সময় ঘোষণাই যথেষ্ট নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত হতে হবে। 

উপদেষ্টা পরিষদ থেকে দলীয় ব্যক্তিদের অব্যাহতি ছাড়া দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত নির্বাচনী সরকার হবে না বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ইমাম হায়াত বলেন, বর্তমান বুথভিত্তিক সেকেলে পদ্ধতিতে ভোট প্রদান নিরাপদ নয় এবং দেশের ভেতরের ও বাইরের প্রায় অর্ধেক নাগরিক ভোট দিতে পারবেন না বিধায় মোবাইল ডিজিটাল পদ্ধতিতে ভোট ও নির্বাচন আয়োজনের দাবি জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন