বিদেশে একটি দল বা ব্যক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ‘বিদেশে বসে শুধুমাত্র একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।’
আজ শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।
এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজকের পত্রিকা বলেন, দেশে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে বসছে। সেই জায়গা থেকে দেশের বাইরে গিয়ে বিদেশে বসে শুধু একটি দল বা ব্যক্তির সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাজনীতির জন্য একটি অশনিসংকেত।
আরিফুল ইসলাম আদীব আরও বলেন, ‘আমরা আগেও দেখেছি, এক ব্যক্তি বিভিন্ন বিষয়ে এককভাবে সিদ্ধান্ত দিত, এটা অনেকটা তেমন। আমাদের দাবি থাকবে, যেহেতু জাতীয় কমিশন আছে, তারা সকল রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডার, বিভিন্ন শ্রেণি-পেশার এবং শহীদ পরিবারের মতামত নিয়ে যেন এটা হয়।’