
আমরা এ কোন সমাজে বাস করছি? নারীদের হেনস্তা করার প্রতিবাদ করার কারণে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটছে। কোথাও কন্যার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে বাবাকে খুন হতে হচ্ছে, আবার কোথাও মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবা–মা দুজনকেই গুরুতর আহত হতে হচ্ছে।
নিকট অতীতে প্রথম আলোয় নেত্রকোনা, রাজশাহী ও বগুড়ার যে তিনটি সহিংসতার খবর প্রকাশিত হয়েছে, তা খুবই আতঙ্কের। মঙ্গলবার রাতে নেত্রকোনার কেন্দুয়ায় নারীদের উদ্দেশে অশ্লীল গান গাওয়াসহ উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে। এতে একজন নিহত ও ছয়জন আহত হন।