
চোখে কাজল রেখে ঘুমালে হতে পারে যেসব সমস্যা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১২:০৭
অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো করে আমরা অনেক কিছু ছেড়ে দিলেও চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগাতে ভুলি না। কিন্তু দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেও ত্বকের পরিচর্যা করার সময় পাই না। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া হলেও, চোখের কাজল পুরোপুরি উঠে না। এই কারণে পরের দিন সকালে আবারও চোখে কাজল থাকে।
তবে চোখে কাজল লাগিয়ে ঘুমানোর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। চলুন, জেনে নিই।
চোখে জ্বালা
বাজারে প্রচলিত বেশিরভাগ কাজলে রাসায়নিক মিশ্রিত থাকে। দীর্ঘ সময় কাজল চোখে থাকলে চোখে জ্বালা, লাল হওয়া বা চুলকানোর মতো সমস্যা দেখা দিতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- চোখের ক্ষতি
- চোখের অসুখ
- চোখের স্বাস্থ্য