You have reached your daily news limit

Please log in to continue


অপরাধীরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না

মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ সৃষ্টিকে বার বার সতর্ক করেছেন, তারা যেন অসৎ পথ ছেড়ে সহজ সরল পথ অবলম্বন করে। কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়ে উদাসীন।  সমাজ ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপ, ব্যভিচার, অন্যায় এবং নিজ প্রভুকে ভুলতে বসে তখনই আল্লাহতায়ালা তার পক্ষ থেকে কোপগ্রস্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে যায়।  পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন, ‘আর তোমাদের কৃতকর্মের কারণই তোমাদের ওপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন।’ (সুরা আশ শুরা: আয়াত ৩০)

আজাবের এমন একটি দিক নেই, যেদিক দিয়ে আজ পৃথিবী আক্রান্ত হয়নি। বিশ্বের এমন কোন দেশ বা এমন কোন জাতি নেই যার ওপর কোনো না কোনো আজাব না এসেছে। যত বড় শক্তিধর রাষ্ট্রই হোক না কেন ঐশী আজাব থেকে কেউ মুক্ত নয়। সকল প্রকার আজাবের প্রবল আক্রমণ মানব সম্প্রদায়ের ওপর বারবার এসে আঘাত হানছে। মানব প্রকৃতি বিকৃত হয়েছে। তার কারণে আল্লাহর রুদ্র রূপও প্রকাশিত হচ্ছে। আল্লাহপাকের পক্ষ থেকে শাস্তিস্বরূপ যখন কোনো আজাব আসে তখন তা থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা থাকে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন