আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় স্তম্ভিত গোটা ভারত। বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন।
বলিউড অভিনেতাদের পাশপাশি এবার বাংলাদেশের সংগীতশিল্পী আসিফ আকবর শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখান তিনি উল্লেখ করেছেন যে, ‘বিমান দুর্ঘটনা আমাকে আবারও ট্রমায় ফেলেছে।’
আসিফ আকবর লিখেছেন, ‘প্রতিটা বিমান দুর্ঘটনা আতঙ্কের, হতাশার। প্রচুর প্রানহানির পাশাপাশি মানসিক বিপর্যয় ঘটে। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হিসেবে বিমানেই যেতে হয় এই দেশ ঐ দেশ। দোয়া দরুদ পড়ে শান্তভাবেই জার্নি করি।’