You have reached your daily news limit

Please log in to continue


অভ্যুত্থানে ছাত্রদলের যত নেতাকর্মী শহীদ হয়েছে অন্য সংগঠনের হয়নি: নাছির

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের একশ’রও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। বাংলাদেশের অন্য কোন ছাত্রসংগঠনের এতো লোক শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, এতেই প্রমাণ হয়, গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীরা কেমন সক্রিয় ছিলো।

বুধবার (১১ জুন) বিকেলে নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যে সকল চিহ্নিত খুনি গত ১৫ বছরে আমাদের নেতাকর্মীদেরকে এবং জুলাই-আগস্টে যাদেরকে হত্যা করেছে সেই সব খুনিদের প্রত্যেকের আমরা বিচার দাবি করছি।

বাংলাদেশে যে অবৈধ মাফিয়াতন্ত্র খুনি হাসিনা কায়েম করেছে তার বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী রাজপথ ছেড়ে যাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন