 
                    
                    লাস ভেগাসে আটক জনপ্রিয় টিকটকার খাবি লামে, নিজেই ছাড়লেন যুক্তরাষ্ট্র
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১৭:০৫
                        
                    
                বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টিকটকার খাবি লামে, বিশ্বজুড়ে যাঁর কোটি কোটি অনুসারী। সেই খাবি লামে লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের হাতে আটক হয়েছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে যান।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে আইসিই কর্মকর্তারা তাঁকে আটক করেছিলেন। সেনেগাল বংশোদ্ভূত ইনফ্লুয়েন্সার খাবি লামের আসল নাম সেরিন খাবানে লামে।
গত শুক্রবার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে খাবি লামেকে আটক করা হয়। তবে পরে বিতাড়নের নির্দেশ ছাড়াই তাঁকে যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয়। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একজন মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টিকটকার
 
                    
                 
                    
                