You have reached your daily news limit

Please log in to continue


‘মহাভারত’র পর আমিরের অবসর গুঞ্জন, মুখ খুললেন অভিনেতা

বলিউড অভিনেতা আমির খান ‘মহাভারত’ সিনেমার পর অভিনয় থেকে অবসর নিতে যাচ্ছেন-এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। শুরুতে তিনি এ নিয়ে কোনো কথা বলেননি।

এবার গুঞ্জন নিয়ে আমির খান মুখ খুলেছেন। এ অভিনেতা এমন গুঞ্জনের কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে এটিকে তিনি ‘গুজব’ বলে অভিহিত করেছেন। একটি পডকাস্ট থেকে এমন গুঞ্জন উঠেছিল। এবার আমির জানালেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল।

আমির এ প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। তিনি আরও বলেন, ‘মহাভারত আমার শেষ সিনেমা এটি মোটেও ঠিক কথা নয়। সমস্যা হচ্ছে মানুষ আজকাল সব বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাকে যদি একটি সিনেমা তৈরি করতে হয় এবং আনন্দের সঙ্গে কাজের থেকে অবসর নিতে হয়, তবে সেটি কোন সিনেমা হবে? ওই “যদি” এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি এরপর মহাভারতের নাম নিয়েছিলাম, আর মানুষ ভেবে নিয়েছে যে মহাভারত আমার শেষ ছবি। আসলে জবাবটা মন দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি পডকাস্টে রাজ শামানির সঙ্গে আলাপচারিতায় নিজের স্বপ্নের প্রোজেক্ট ‘মহাভারত’ নিয়ে কথা বলেন আমির। তিনি বলেন, ‘মহাভারত তৈরি করা আমার স্বপ্ন এবং ২০ জুন সিতারে জমিন পর মুক্তির পরে আমি এটির কাজ শুরু করব। আমি মনে করি এটি এমন একটি প্রকল্প, যার কাজ শেষ করার পর, আমার হয়তো মনে হবে যে, আর কিছুই করে যাওয়ার নেই আমার। এটি স্তরযুক্ত, সংবেদনশীল, বিশাল স্কেলে তৈরি এবং মহিমায় পরিপূর্ণ। জগতে যা কিছু আছে, তা মহাভারতেই পাওয়া যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন