গত ২০ মে থেকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগের জন্য অর্ডার গ্রহণ শুরু করে স্পেসএক্সের স্টারলিংক। দ্রুতগতির স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি–পেশার মানুষ আগ্রহের সঙ্গে সংযোগ অর্ডার করছেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে বেশ কয়েকজন স্টারলিংক ব্যবহারকারী ও অর্ডার দিয়েছেন এমন ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কেউ কেউ দ্রুত সংযোগ পেয়ে উচ্ছ্বসিত, আবার অনেকেই বিমানবন্দরের শুল্কসংক্রান্ত জটিলতার কারণে দেরিতে সংযোগ পাচ্ছেন।
দ্রুতগতির ইন্টারনেট সেবা মিলছে ঢাকার বাইরে
অনেক ব্যবহারকারী বিদ্যমান ইন্টারনেট সেবার গতি, স্থিতিশীলতা ও গ্রাহকসেবায় অসন্তুষ্ট হয়ে স্টারলিংক অর্ডার করেছেন। ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও রিমোট ওয়ার্কাররা স্টারলিংককে একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন।