প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা কিছু পোস্টের জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (১১ জুন) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
তিনি বলেন, “গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা আমার কিছু পোস্টের জন্য আমি দুঃখিত। এগুলো বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল।”
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ‘ব্যয় বিল’ নিয়ে ক্ষুব্ধ হন মাস্ক। এই বিলকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে পোস্ট করেন তিনি। এছাড়া যেসব রিপাবলিকান এ বিলের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।