You have reached your daily news limit

Please log in to continue


ঈদের পঞ্চম দিনে ছোটপর্দায় যেসব অনুষ্ঠান দেখা যাবে

আজ (১১ জুন) ঈদুল আজহার পঞ্চম দিন। এখনো ছোটপর্দায় বিভিন্ন অনুষ্ঠান প্রচার হচ্ছে। এসব অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সংগীতানুষ্ঠান, নাটক, টেলিছবিসহ হরেক আয়োজন। জেনে নেওয়া যাক এসব আয়োজন সম্পর্কে-

বিটিভি
নাটক পাষাণে ‘ফোটা ফুল’। প্রচার হবে রাত ৯টায়, রচনা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, প্রযোজনা মোহাম্মদ নাসির উদ্দিন।

এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের অনুষ্ঠান ‘আনন্দের ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক ‘মেয়েটি নক্ষত্র ভালোবাসত’। অভিনয়ে ফারিন খান, মীর রাব্বি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেমী’। অভিনয়ে মুশফিক ফারহান, ফারিন খান। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘হারিয়ে খুঁজি’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘সুফিয়ানা ফোক স্টুডিও’। অংশগ্রহণে লুইপা, শামীম, পারভেজ খান। রাত ১১টায় টেলিছবি ‘আমরা সুখী’। অভিনয়ে নিলয়, হিমি।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্লিজ গো’। অভিনয়ে তৌসিফ, সাদিয়া আয়মান। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘কেন এই সঙ্গতা’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘মায়াবতী’। অভিনয়ে জোভান, নাজনীন নীহা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মায়াডোর’। অভিনয়ে তানজিন তিশা, শ্যামল মাওলা, আইশা খান।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘প্রতারক’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, পার্থ শেখ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘বকুল ফুল’। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক রক্তজবা। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘চিলেকোঠার সংসার’। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে অটিজম ও প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘লাল পরি’। অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি। রাত ৮টায় একক নাটক ‘টাক কোনো সমস্যা না’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘বেঙ্গল টাইগার’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন