You have reached your daily news limit

Please log in to continue


ইতিবাচক থাকা জরুরি, আমাদের পথচলা কেবল শুরু: হামজা

স্টেডিয়ামভর্তি দর্শকদের তুমুল উদ্দীপনার সঙ্গে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। বেশ ভালো খেললেও তা পূরণ করতে পারল না বাংলাদেশ দল। তবে সিঙ্গাপুরের বিপক্ষে এই হারের ধাক্কা সত্ত্বেও হামজা চৌধুরী দিলেন ইতিবাচক থাকার বার্তা।

মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে ২-১ গোলে পরাস্ত হয়েছে স্বাগতিকরা। ভালো কিছু সুযোগ নষ্ট করার পাশাপাশি ভাগ্যও সহায়তা দেয়নি তাদেরকে। যোগ করা সময়ে নিশ্চিত পেনাল্টির আবেদন জানিয়ে রেফারির কাছ থেকে মেলেনি সাড়া। আর শেষ বাঁশি বাজার ঠিক আগে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার।

প্রথমার্ধের শেষদিকে মিডফিল্ডার সং উই ইয়ং জাল কাঁপালে এগিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে সফরকারীদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ইখসান ফান্ডি। তারপর হামজার রক্ষণচেরা পাসে উইঙ্গার রাকিব হোসেন একটি গোল শোধ করলেও পয়েন্ট পাওয়া আর হয়নি বাংলাদেশের। ফলে অনেক উল্লাস ও উচ্ছ্বাস সত্ত্বেও ভক্ত-সমর্থকদের বাড়ি ফিরতে হয় একরাশ হতাশা আর আক্ষেপ নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা লিখেছেন, 'আমরা যেটা চেয়েছিলাম, সেটা হয়নি। কিন্তু একটি দল ও জাতি হিসেবে আমাদের গর্ব করা উচিত। ইতিবাচক থাকা জরুরি, কারণ আমাদের পথচলা তো কেবল শুরু এবং ইনশাআল্লাহ, আমরা যেখানে যেতে চাই, খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব!'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন