You have reached your daily news limit

Please log in to continue


ছুটি শেষ না হলেও ভোগান্তির শঙ্কায় আগেভাগেই ঢাকা ফিরছেন অনেকে

ঈদের ছুটি শেষ না হতেই অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ভোগান্তি ও যানজটের কথা মাথায় রেখে আগেভাগেই ফিরছেন বলে জানান তারা।

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ কড্ডার মোড় বাস টার্মিনালে গেলে এমন চিত্র দেখা যায়। তবে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় বা যানবাহনের চাপ দেখা যায়নি।

যাত্রীরা বলছেন, ছুটি শেষ না হলেও তারা আগেভাগেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেননা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়বে। মঙ্গলবার সকাল থেকে কড্ডার মোড় এলাকায় ঢাকায় ফেরা বাসগুলোতে তেমন যাত্রীচাপ ছিল না। সড়কে যানজট ও চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের ছুটি শেষ হবে ১৪ জুন। এজন্য ঈদ পরবর্তী যানবাহনের চাপ এখনও বাড়েনি। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৯ লাখ ২০ হাজার ৩০০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গিয়েছে ১২ হাজার ৫৯টি ও পশ্চিম টোলপ্লাজা পার হয়ে ঢাকায় গিয়েছে ১১ হাজার ৭৪৪টি পরিবহন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন