You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলের ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে আইওএস ২৬সহ ১৩টি বড় ঘোষণা

অ্যাপল তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫-এ একগুচ্ছ চমকপ্রদ হালনাগাদ ও নতুন ফিচার উন্মোচন করেছে। এবারের মূল আকর্ষণ ছিল অপারেটিং সিস্টেমের নতুন ডিজাইন, আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস ও ভিশন প্রোর জন্য উন্নত ফিচার এবং অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা।

১. অপারেটিং সিস্টেম এখন থেকে বছরের নামে

অ্যাপল তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে বড় পরিবর্তন এনেছে। এখন থেকে আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশনওএস সংস্করণগুলো প্রকাশের পরের বছরের নাম অনুযায়ী পরিচিত হবে। যেমন: আইওএস ২৬, ম্যাকওএস ২৬, আইপ্যাডওএস ২৬ ইত্যাদি।

এই নতুন সংস্করণগুলোর ডেভেলপার বেটা এখনই পাওয়া যাচ্ছে এবং সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে ২০২৫ সালের শেষ দিকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন