বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ধরেই অন্ধকারের মধ্যে পথ খুঁজে ফিরছিল। ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তার ছায়ায় চাপা পড়ে থাকা ফুটবল যেন একটা অবহেলিত শিল্পকলার নাম ছিল। কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করেছে। এই পরিবর্তনের মুখ হয়ে এসেছেন একদল তরুণ, সাহসী ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, যাদের মধ্যে আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছেন হামজা চৌধুরী। হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, যিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। লেস্টার সিটির হয়ে যিনি ইউরোপা লিগ পর্যন্ত খেলে এসেছেন (বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন), সেই খেলোয়াড় যখন লাল-সবুজের পতাকা তুলে ধরেন, তখন সেটা শুধু একটি ম্যাচ খেলার গল্প নয়। এটা বাংলাদেশের ফুটবলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প হয়ে যায়।
হামজা চৌধুরীর আগমন একটি প্রতীকী ঘটনা। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভারা দেশের হয়ে খেলতে আগ্রহী। এই পথ ধরে এগিয়ে এসেছেন আরও কিছু নাম, ফাহমিদুল ইসলাম, সুমিত সোম, কিউবা মিচেল। তারা সবাই প্রবাসে গড়ে ওঠেছেন, কিন্তু হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন এবং দেশের ফুটবল সংস্কৃতির ধরনটাই বদলে দিচ্ছেন।