চামড়ায় দেরিতে লবণ দেওয়ার কারণে এবার কোরবানির পশুর চামড়ায় কাঙ্ক্ষিত দাম অনেকেই পাননি বলে শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমরা ত্রিশ হাজার মেট্রিক টন লবণ দিয়েছি। তবুও কিছু জায়গায় চামড়াতে লবন ঠিকমতো না লাগানোর কারণে চামড়া নষ্ট হয়েছে। কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি।”
সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারির হলরুমে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।