You have reached your daily news limit

Please log in to continue


মহুয়াকে বিয়ে করলেন পিনাকী

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জীবনে নতুন অধ্যায় শুরু করলেন প্রাক্তন বিজেডি নেতা পিনাকী মিশ্রকে বিয়ে করে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে জার্মানির বার্লিনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। অনেকেই জানতে চাইছেন—কে এই পিনাকী মিশ্র, যিনি মহুয়ার সঙ্গী হলেন জীবনের পথে?

পিনাকী মিশ্র ওড়িশার বর্ষীয়ান রাজনীতিক। পেশায় একজন বিশিষ্ট আইনজীবী। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর, পিনাকী মিশ্র সুপ্রিম কোর্টে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট হিসেবে। সংবিধান, বাণিজ্যিক আইন ও আবগারি সংক্রান্ত মামলায় তাঁর পারদর্শিতা রয়েছে।

পিনাকীর রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৬ সালে, যখন তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ওড়িশার পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরে তিনি বিজেডিতে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে একই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন