
ঈদের সন্ধ্যায় পঙ্গু হাসপাতাল: জরুরি বিভাগে উপচে পড়া ভিড়, রোগীদের দীর্ঘ অপেক্ষা
ঈদের দিন বিকেল ৪টার দিকে ডান হাতে মারাত্মক আঘাত পান মুন্সীগঞ্জের বাসিন্দা সুফিয়া বেগম (৫৫)। নিজ বাড়ির কাছে হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
আহত সুফিয়াকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ঈদের ছুটির কারণে সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। সেখান থেকে সুফিয়াকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যেতে বলা হয়।
এক হাজার শয্যার এই পঙ্গু হাসপাতালে দেশের সব জায়গা থেকেই রোগীরা চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে ২৫০ এবং বহির্বিভাগে এক হাজার রোগী একইসঙ্গে চিকিৎসা নিতে পারেন। পাশাপাশি, হাসপাতালের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সেখানে ১০০টিরও বেশি জটিল অস্ত্রোপচার করা হয়।
সুফিয়াকে পঙ্গু হাসপাতালেই নিয়ে যান তার পরিবারের সদস্যরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদকের সঙ্গে হাসপাতালে সুফিয়ার দেখা হয়। সে সময় তিনি জনাকীর্ণ জরুরি বিভাগে স্ট্রেচারে শুয়ে ছিলেন।
সেখানে নয়টি শয্যা ছিল। তবে শয্যার তুলনায় সেখানে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি ছিল। অনেকেই স্ট্রেচারে শুয়ে ছিলেন বা চেয়ারে বসে ছিলেন। কাউকে কাউকে শরীরে ব্যান্ডেজ নিয়েও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উপচে পড়া ভিড়