পর্তুগাল–স্পেন ফাইনাল: রোনালদো–ইয়ামাল লড়াইয়ের চেয়েও বেশি কিছু

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুন ২০২৫, ০৯:০০

খেলোয়াড় থেকে কোচ, কর্মকর্তা থেকে কর্মী—স্পেনের দলের যাঁর কাছে যাবেন, তিনিই নাকি এখন লুইস আরাগোনেসের সেই কথাটি মনে করিয়ে দিচ্ছেন, ‘শুধু জেতো, জেতো, তারপর আবার জেতো।’


প্রয়াত আরাগোনেসের কোচিংয়েই ২০০৮ সালে ইউরো জিতেছিল স্পেন। এরপর ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বজয়, তারপর ২০১২ সালে ইউরোর শিরোপা ধরে রাখা। ইউরো, বিশ্বকাপ, ইউরো—টানা তিন বড় ট্রফি জিতে ইতিহাসই গড়েছিল স্পেন।


২০২৬ সালে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে স্প্যানিশরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে কি না, তা সময়ই দেবে। তবে ফুয়েন্তের সামনে তার আগেই অন্যরকম ‘ট্রেবল’ জয়ের হাতছানি!


২০২২ সালে স্পেনের ব্যর্থতার কাতার বিশ্বকাপের পর বয়সভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী এই কোচ। এর পর থেকে স্প্যানিশরা যে প্রতিযোগিতাতেই খেলছে, চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।


২০২৩ সালে ফুয়েন্তের অধীন প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন, ২০২৪ সালে দলকে ইউরোর শিরোপাও জিতিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও