যুক্তরাজ্যে আর্থিক সংকটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ২০:২৮

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি কোম্পানি আর্থিক সংকটে পড়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই কোম্পানিগুলো ‘প্রশাসনিক তত্ত্বাবধানে’ নেওয়া হয়েছে।


গতকাল শুক্রবার (৬ জুন) নিউইয়র্কভিত্তিক ডিজিটাল মিডিয়া বিসনাউ এ তথ্য জানায়।


সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। এরমধ্যে জানা গেলো তার তিনটি আবাসন কোম্পানি আর্থিক সংকটে পড়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সাবেক আওয়ামী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলার পাচারের তদন্ত করছে।


সাইফুজ্জামানের এই কোম্পানিগুলোর প্রশাসনিক দায়িত্ব পেয়েছে গ্র্যান্ট থ্রন্টন। তারা গত ২২ মে সাবেক এই আওয়ামী মন্ত্রীর সাদাকাত প্রোপার্টিস লিমিটেড, জারিয়া প্রোপার্টিস লিমিটেড এবং জেবা প্রোপার্টিস লিমিটেডের প্রশাসনের দায়িত্ব পায়।


গত বছর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০০ মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। যারমধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ি ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও