গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬

যুগান্তর প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ২০:২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ ঈদের দ্বিতীয় দিন। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, এদিন সকাল থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৫৬ ফিলিস্তিনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। খবর আল-জাজিরার।


এর আগে গতকাল পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরাইলি বর্বরতা থেমে থাকেনি। দিনটিতে ৪২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 


সাবরা এলাকার হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স বিভাগ। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন।


এছাড়া, রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যকেন্দ্রের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য মতে, এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ইসরাইলি গুলিতে প্রাণ হারিয়েছেন ১১৮ জন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও