You have reached your daily news limit

Please log in to continue


সৌদি আরবের সিনেমায় সালমান-সঞ্জয়ের অ্যাকশন!

ফের একসঙ্গে সালমান খান ও সঞ্জয় দত্ত। তবে এবার আর বলিউডের ছবিতে নয়, সৌদি আরবের ছবিতে। সিনেমার নাম ‘দ্য সেভেন ডগস’। গত শুক্রবার সামনে এসেছে এই ছবির টিজার। আর সেটি মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শোরগোল নেটদুনিয়ায়।

টিজারের শুরুতে দেখা মেলে অ্যাকশন। ছবির গল্প আবর্তিত হয়  ইন্টারপোল অফিসার খালিদ আল আজাজিকে ঘিরে, যিনি বিশ্বব্যাপী অপরাধ সিন্ডিকেট সেভেন ডগস-এর শীর্ষ সদস্য গালি আবু দাউদকে ধরে ফেলেন। এমন সময় কয়েক সেকেন্ডের জন্য দেখা মেলে সঞ্জয় দত্তের। তার হাতে রয়েছে একটি বন্দুক। সঙ্গে তার এক্সপ্রেশন ও ভয়ংকর। এর খানিক পর ঝলক মেলে সালমান খানের।

এই ছবিতে সালমান ও সঞ্জয় ক্যামিও চরিত্রে অভিনয় করলেও তাদের দৃশ্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হবে বলে কিছু রিপোর্ট বলেছে। গত ফেব্রুয়ারিতে তিন দিনের শুটিংয়ের জন্য রিয়াদে যান এই দুই তারকা।

সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে তাদের উভয়েরই দুর্দান্ত ফ্যানবেজ রয়েছে। তাই তাদের দৃশ্যগুলো একটি বিশেষ স্টাইলে শুট করা হয়েছে। এই ছবিতে দেখা যাবে মিশরীয় অভিনেতা করিম আবদেল-আজিজ ও আহমেদ এজ। পরিচালনা করেছেন ব্যাড বয়েজ থ্রি খ্যাত আদিল এল আরবি এবং বিলাল ফালাহ। ৪০ মিলিয়ন ডলার ব্যয়ে ছবিটি প্রযোজনা করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন