You have reached your daily news limit

Please log in to continue


ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগে অ্যানথ্রপিকের বিরুদ্ধে রেডিটের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনে মামলা করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম রেডিট। গত বুধবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর সুপিরিয়র কোর্টে দায়ের করা এই মামলায় বলা হয়েছে, অ্যানথ্রপিক অবৈধভাবে রেডিটের ১০ কোটিরও বেশি দৈনিক ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ দিয়েছে।

রেডিটের অভিযোগ, অ্যানথ্রপিক অনুমতি না নিয়েই এক লক্ষাধিকবার তাদের সাইটে প্রবেশের চেষ্টা করেছে বা প্রবেশ করেছে। এতে রেডিটের কনটেন্ট নীতিমালা লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া, ডেটা ব্যবহারের জন্য কোনো লাইসেন্স চুক্তিতে যেতে অ্যানথ্রপিক অস্বীকৃতি জানিয়েছে এবং রেডিটের ক্ষতি করে নিজেরা লাভবান হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

রেডিটের প্রধান আইন কর্মকর্তা বেন লি বলেন, ‘অ্যানথ্রপিকের মতো মুনাফালোভী প্রতিষ্ঠানগুলো যদি রেডিটের কনটেন্ট ব্যবহার করে বিলিয়ন ডলার আয় করে, অথচ আমাদের ব্যবহারকারীদের কোনো সম্মান দেখায় না কিংবা তাদের গোপনীয়তার কোনো তোয়াক্কা করে না। এসব বিষয় আমরা মেনে নিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘এআই কোম্পানিগুলো যেন পরিষ্কার সীমারেখা ছাড়া মানুষের তথ্য ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

অ্যানথ্রপিকের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতাদের বিরুদ্ধে তথ্য ব্যবহারের নিয়ম ভাঙার সর্বশেষ উদাহরণ। দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠান নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করে তাদের প্রযুক্তি উন্নত করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে তথ্যের এই উন্মুক্ততা কমে আসায় এবং অনেক প্রতিষ্ঠান ডেটা লকডাউন শুরু করায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন