গরুর নাম ‘পরীমনি-ট্রাম্প’, হাটে ইউটিউবারদের ভিউ কারসাজি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ১৭:৩৬

রাজধানীর গাবতলী কোরবানির হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল এক গরু, যার নাম দেওয়া হয়েছে ‘শাকিব খান’। পাশেই দাঁড়িয়ে থাকা আরেকটি সাদা রঙের গরু, নাম দিয়েছে ‘পরীমনি’। আরেকটু সামনে এগুতেই চোখে পড়লো সাদা-কালো মিশ্রণের বড় আকৃতির আরেকটি গরু, যার নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’! কেউ দাঁড়িয়ে থেকে এসব গরু দেখেন, কেউ ছবি তোলেন। কেউ আবার বাহারি নামের এসব গরুর ভিডিও করছেন।


ক্রেতারা এসব দেখে হাস্যরসে মাতলেও বিষয়টি বেশ যন্ত্রণার বলে জানিয়েছেন প্রকৃত গরু বিক্রেতারা। 


তারা জানিয়েছেন, ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ কারসাজিতে তাদের ব্যবসার ক্ষতি করছে। গরুর নামে চলছে ভাইরাল ব্র্যান্ডিং সঙ্গে মিথ্যা দামের প্রচার। এতে বিভ্রান্ত হচ্ছেন ক্রেতা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিক্রেতারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও