You have reached your daily news limit

Please log in to continue


ঈদের ছুটিতে পর্যটন ব্যবসায় আনন্দের সুবাতাস

পবিত্র ঈদুল আজহাতে দশ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। এবার দীর্ঘ ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর হোটেল-মোটেল ও রিসোর্টগুলো প্রায় পুরোপুরি বুকিং হয়ে গেছে।

ছুটি কাটাতে বেশিরভাগে মানুষের গন্তব্য সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। আবার কেউ কেউ হাউজবোটে চড়ে হাওরের জলাভূমি ভ্রমণ বা সিলেটের মনোরম চা বাগান ঘুরে দেখার পরিকল্পনা করছেন। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুন্দরবনের রিসোর্টগুলো, এমনকি ঢাকার বাইরেও বুকিং বেড়েছে।

সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি ঘোষণা করেছে। দেশের স্কুলগুলোও দশ বেশি সময় বন্ধ ঘোষণা করা হয়েছে।

পর্যটন শিল্প সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি ও আন্তর্জাতিক ফ্লাইট ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ বছর মানুষ দেশের পর্যটন কেন্দ্রগুলো বেছে নিচ্ছেন।

তাদের মতে, ৫ থেকে ১৪ জুনের ছুটির শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত বেশিরভাগ হোটেল-মোটেল, রিসোর্ট বুকিং হয়ে আছে। তবে আবহাওয়ার কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বুকিং আরও বাড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন