You have reached your daily news limit

Please log in to continue


অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। সেইসঙ্গে ক্ষীণ চিন্তা সওয়ার হয়েছিল তাদের ওপর। কেননা ঈদের সন্নিকটে অথচ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো খবর আসছে না। শোনা যাচ্ছিল, অনুমতি ছাড়াই বিদেশে শুটিং করার অভিযোগ উঠেছে ছবিটির বিরুদ্ধে।

তবে সব শংকা দূর করে এলো কাঙ্ক্ষিত খবর। ছাড়পত্র পেয়েছে ‘তাণ্ডব’।

সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আলফা আইয়ের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন। নিজের ফেসবুকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। এর অর্থ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি।

সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রসংসা করে বলেন, ‘ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীল চক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই- দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন