You have reached your daily news limit

Please log in to continue


ঈদের আগেই ত্বকে গ্লো আসবে এই ১০ মাস্ক ব্যবহারে

রোদের তাপ, ধুলাবালি কিংবা অযত্নে ত্বক বিবর্ণ হয়ে পড়েছে? আবার ঈদের আগে লম্বা সময় ধরে পার্লারে ফেসিয়াল করে নেওয়ার সময়ও হচ্ছে না। অল্প কিছুটা সময় বের করে ঘরেই খানিক যত্ন নিয়ে নিন ত্বকের। 

  • ত্বকের মরা চামড়া দূর করার জন্য স্ক্রাবিং করে নিন। টমেটো স্লাইস করে ত্বকে ঘষে নিন। এতে ব্ল্যাকহেডস ও মরা চামড়া দূর হবে। এরপর মুলতানি মাটির সঙ্গে দুধ অথবা পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। এক মিনিট রেখে ধুয়ে মুছে নিন। ব্যস! হয়ে গেল ৫ মিনিটের ফেসিয়াল।
  • ছোট একটি পাত্রে দুধ নিয়ে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দুধ ও গোলাপের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে ১ চা চামচ চন্দন মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ওটমিল গুঁড়া করে ডালিমের রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান এটি। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
  • ৫টি আমন্ড পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন বেটে দুধের সর মিশিয়ে ত্বকে লাগান ঘষে ঘষে। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • আলু টুকরা করে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে।   
  • সমপরিমাণ দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। মুখের পাশাপাশি হাত ও পায়ের ত্বকেও লাগাতে পারবেন এটি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • তিন থেকে পাঁচ চা চামচ বেসনের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া ও বাটারমিল্ক মেশান। মিশ্রণটি ত্বকে জৌলুস নিয়ে আসবে।
    কমলা, বেসন ও দই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। মিশ্রণ একদম মিহি হলে ত্বকে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন