You have reached your daily news limit

Please log in to continue


যানবাহনের কালো ধোঁয়ায় ঢাকছে ঢাকা

রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের গোড়ায় কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় আশপাশ ঢাকছে কালো ধোঁয়ায়। ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কড় বাসগুলোর ওপরে উঠতে বেশ বেগ পেতে হয়। ২০-২৫ বছরের ইঞ্জিন চাপ নিতে পারে না। নির্গত করে কালো ধোঁয়া। যাত্রী ওঠা-নামার পর আবার চলা শুরু করলেও দেখা যায় একই চিত্র।

এভাবে প্রতিদিন হাজার হাজার বাস-মিনিবাস-ট্রাক ঢাকা শহরের আকাশ-বাতাস দূষিত করছে। দীর্ঘদিন ধরে বহু দিনের পুরোনো এসব গাড়ি চলছে ঢাকা শহরে। দেখেও যেন দেখেছে না কেউ। সারাদেশে এমন যানের সংখ্যাও কম নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে জরিমানা করে। কিন্তু বাস্তবে বিআরটিএ থেকে কালো ধোঁয়া নির্গত হয় এমন গাড়িরও ফিটনেস সার্টিফিকেট পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে ফিটনেস সার্টিফিকেট না নিয়েও ঢাকার সড়ক দাপিয়ে কালো ধোঁয়া নির্গত করছে হাজার হাজার যানবাহন।

গবেষণা বলছে, যানবাহনের কালো ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত রোগী এবং যারা দীর্ঘক্ষণ সড়কের পাশে থাকেন তারা বায়ুদূষণে বেশি ভুক্তভোগী।

সড়কে চলছে ৬ লাখ ৬৩ হাজার অবৈধ যান

সড়কে চলতে হলে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সের বৈধ সনদ থাকতে হয়। সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধিত ২০ শ্রেণির প্রায় ৬৩ লাখ ৪৪ হাজার যানবাহন রয়েছে। এগুলোর মধ্যে প্রায় ৬ লাখ ৬৫ হাজার গাড়িরই রেজিস্ট্রেশন এবং হালনাগাদ ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট ও ট্যাক্স টোকেন নেই। সে হিসাবে প্রতিনিয়ত সড়কে চলা এই বিপুলসংখ্যক গাড়ি অবৈধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন