কয়েকদিন আগেই মেট গালার লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়ে এলেন বলিউড কিং শাহরুখ খান। সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়ায় নিউইয়র্কের এই ফ্যাশন শো। এবার সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক; যেখানে তাকে দেখা মেলে একেবারে নতুন অবতারে।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু।
এও দেখা যায়, হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও।