You have reached your daily news limit

Please log in to continue


উৎসবের আমেজে মোহামেডান অধিনায়ক বললেন, ‘আরও শিরোপা চাই’

মোহামেডানের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উৎসব চলছেই। কদিন আগে ক্লাবের আঙিনায় উদযাপন করেছে তারা। এবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয়ী খেলোয়াড় ও কোচদের দিল সংবর্ধনা। সেখানেই স্বপ্নাতুর অধিনায়ক সুলেমানে দিয়াবাতে স্বপান জানালেন, আগামী মৌসুম নিয়ে লক্ষ্য।

এবারের আগে ২০০২ সালে সবশেষ শীর্ষ লিগে সেরা হয়েছিল মোহামেডান। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর, ২০২৪-২৫ মৌসুমে এসে প্রথম এই ট্রফিতে চুমু আঁকতে পারল সাদাকালো জার্সীধারীরা। দীর্ঘ অপেক্ষার অবসানের বাঁধনহারা উৎসবও তাই চলছে। এই আনন্দের ফাঁকেই আগামী মৌসুম নিয়ে নিজেদের ভাবনা জানালেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে।

“প্রিমিয়ার লিগ জেতায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা ভীষণ খুশি। আমার পরিবারের সবাই খুশি। এখন আমাদের লক্ষ্য আরও শিরোপা জেতা। আগামী মৌসুমেও সাফল্যের ধারাবাহিকতায় থাকা।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন