ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক বানিয়ে টি-টোয়েন্টিতে নতুন সূচনা করতে চাইলেও সেটা বুমেরাং হয়ে ফিরে আসছে বারবার। প্রথমে আরব আমিরাতের কাছে সিরিজ হারলেন লিটনরা। সেটার রেশ দেখা গেল পাকিস্তান সিরিজেও।
বাংলাদেশ সবশেষ ৬ টি-টোয়েন্টির মধ্যে হেরেছে পাঁচটিতে। এই সময়ে একমাত্র জয়টি এসেছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। আমিরাত সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছে লিটনরা পেয়েছেন ধবলধোলাইয়ের লজ্জা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা ডিপার্টমেন্টে বাংলাদেশ একসঙ্গে জ্বলে উঠতে পারছেন না। যেকারণে প্রত্যেক ম্যাচ শেষে অল্প কিছু রানের আক্ষেপ করতে হয় দলটিকে।