You have reached your daily news limit

Please log in to continue


কনটেন্ট ক্রিয়েশনে ১০টি ভুল ধারণা

ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেকেই কাজ করছেন, বলা যায় দেশে ফেসবুক ব্যবহারকারীর প্রায় ৫০ শতাংশই চেষ্টা করছেন অনলাইন থেকে উপার্জন করতে।

এখানে শুধু উপার্জনই মুখ্য নয়, সমাজে পরিচিত হওয়ারও ইচ্ছা অনেকাংশে উৎসাহী করে তুলছে। আপনারা যেসব বিষয় প্রথমেই ভুল করেন এবং যা করবেন তার ছোট একটি গাইডলাইন দেওয়া হলো-

১. উইকলি চ্যালেঞ্জ: এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়েন, এটি আসলে আপনার কনটেন্ট ক্রিয়েশন যাত্রায় কোনো প্রভাবই ফেলবে না। এটাকে রিসেট করা যায়। এই চ্যালেঞ্জের টার্গেট ইচ্ছামতো সাজানো যায়। তাই এটি আপনার কাজের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ মাত্র। এটি পূরণ করলে রিচ বাড়বে এমন কোনো বিষয় যুক্ত নয়।

২.স্টার গ্রহণ ও প্রদান: অনেকে প্রথমেই ভাবছেন স্টার মনিটাইজেশন পেয়ে গেছি, দুনিয়া জয় করে ফেলেছি। আসলে স্টার মনিটাইজেশনই একটি স্ক্যাম ছাড়া কিছুই মনে হয়নি। ১০০ স্টারে এক ডলার আর স্টারের ইনকাম ১০০ ডলার হলেই তবে পেমেন্ট দেবে। এতে ৯৯ শতাংশ মানুষই কখনোই স্টারের পেমেন্ট পায় না। বরং এই জিনিস চেয়ে ভিডিও বানিয়ে, স্ট্যাস্টাস দিয়ে আপনি আপনার ব্যক্তিত্ব ছোট করছেন।

৩. গঠনমূলক কমেন্ট: অনেকেই গঠনমূলক কমেন্টের আড়ালে নিজের পোস্টে কমেন্ট বাড়িয়ে নেওয়ার ধান্দা চালু করেছে। এটিও এক ধরনের প্রতারণা। এটি অনেকটা এমএলএম কোম্পানির মতো কাজ করে। যার ফলোয়ার একটু বেশি তারাই লাভবান হয়। ছোট ও নতুন ক্রিয়েটররা মৌমাছির মতো মধু সংগ্রহ করে রানি মৌমাছি খায়। আপনি কোথাও মন চাইলে কমেন্ট করবেন না মন চাইলে করবেন না, এতে আপনার এই যাত্রায় কোনো সমস্যা হবে না। কমেন্ট করলে, একটি উপকার হয় কিছু লোক বাড়ে, যাদের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়। একটা কমিউনিটি বাড়ে, সেটিও ভিউ বা কনটেন্ট ক্রিয়েটর যাত্রায় বড় কোনো প্রভাব ফেলে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন