You have reached your daily news limit

Please log in to continue


নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

শনিবার দেশটির নাইজার অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, শুক্রবার ভোররাতে হওয়া প্রবল বৃষ্টিতে অন্তত ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি এলাকায় ছড়িয়ে পড়া বন্যার পানিতে বাড়িঘরের ছাদ পর্যন্ত তলিয়ে যায়, অনেকে কোমর পর্যন্ত পানির মধ্যে আটকে পড়েন।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হুসেইনি বলেন, নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনো উদ্ধারকাজ চলছে।

মোকওয়ার বাসিন্দা হাসান আবদুল্লাহি (২৬) জানান, তিনি তার পরিবারের নয় সদস্যকে হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন তার বৃদ্ধা মা এবং ৪ থেকে ৮ বছর বয়সী দুই ভাইপো ও দুই ভাগনি।

আবদুল্লাহি বলেন, আমি খুবই ভেঙে পড়েছি। যদি কোনোভাবে ওদের আবার ফিরিয়ে আনতে পারতাম… কিন্তু কোনো উপায় নেই। আমরা কিছুই রক্ষা করতে পারিনি। একটা জামা-কাপড় বা জুতো পর্যন্ত নেই। ঘুমানোর জায়গাও নেই। আমরা চরম কষ্টে আছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন