You have reached your daily news limit

Please log in to continue


নিজের প্রথম ৬ অ্যালবামের স্বত্ব কিনে নিলেন টেইলর সুইফট

ছয় বছরের নিরন্তর প্রচেষ্টার পর অবশেষে নিজের প্রথম ছয় অ্যালবামের স্বত্ব কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট।

বিবিসি লিখেছে, ৩৬ বছর বয়সী এই গায়িকা বলেছেন নিজের জয় একটা সময়ে তার কাছে অকল্পনীয় বলে মনে হয়েছিল। তবে সেই দুঃশ্চিন্ত এখন অতীত সুইফেট কাছে।

“বলতে পারেন, আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হল।”

গানের আইনি স্বত্ব নিয়ে দীর্ঘ লড়াইয়ের শুরু থেকে ভক্তরা সমর্থন জানিয়েছিলেন এই সংগীত তারকাকে। সে কথা স্মরণ করে সুইফ তাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে আমার সৃষ্টির সঙ্গে ফের মিলিয়ে দিয়েছেন। শুরু থেকে সঙ্গে ছিলেন আপনারা।”

আর এই ঘটনার মাধ্যমে নিজের প্রথম ছয় অ্যালবামের মাস্টার রেকর্ডিংয়ের মালিকানা ফিরে পেলেন সুইফট।

ওয়েবসাইটে সুইফট লিখেছেন, “যেদিন জানতে পারলাম সত্যিই এটা ঘটছে, আনন্দে কেঁদে ফেলেছি। আমি আজ বলতে পারি, আমি যেসব গান লিখেছি, গেয়েছি, রেকর্ড করেছি, সব এখন আমার।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন