You have reached your daily news limit

Please log in to continue


ঝকঝকে প্রিন্টে আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

বলিউডে চলছে রি-রিলিজ ট্রেন্ড। কয়েক বছর ধরে নিয়মিত মুক্তি পাচ্ছে পুরোনো জনপ্রিয় সিনেমাগুলো। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে টালিউডও। সম্প্রতি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রি-রিলিজ করা হয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এবার চিরঞ্জিৎ জানালেন, ‘বেদের মেয়ে জোসনা’ও পুনরায় মুক্তি পাবে। ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। সিনেমার রেস্টোরেশনের কাজও শুরু হয়ে গেছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

পশ্চিমবঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রি-রিলিজ হয় সত্যজিৎ রায়ের ‘মহানগর’। ২১ ফেব্রুয়ারি নতুনভাবে মুক্তি পায় সত্যজিতের আরেক সিনেমা ‘নায়ক’। দারুণ সাড়া ফেলেছে নায়কের রি-রিলিজ। এ ছাড়া এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোরেশন সংস্করণ। এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে টালিউড ইন্ডাস্ট্রিকে। সেই ধারাবাহিকতায় বেদের মেয়ে জোসনা ঝকঝকে প্রিন্টে নতুনভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ সালেও রি-রিলিজ করা হয়েছিল সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক বেদের মেয়ে জোসনা। সিনেমাটি যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এই যুগেও যদি চলে, তাহলে বুঝব, আজও সিনেমাটির দম আছে।’

বেদের মেয়ে জোসনা প্রথমে নির্মিত হয়েছিল ঢাকায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ১৯৯১ সালে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জোসনা। মতিউর রহমান পানুর পরিচালনায় সেই সিনেমায়ও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন