You have reached your daily news limit

Please log in to continue


গুরু দত্তর বায়োপিকে ভিকি কৌশল

ভিকি কৌশলকে এবার দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রযোজক গুরু দত্তর ভূমিকায়। তাঁর জীবন অবলম্বনে তৈরি এই বায়োপিক প্রযোজনা করছে মুম্বাইভিত্তিক সংস্থা আলট্রামিডিয়া। সংস্থার পরিচালক রজত আগরওয়াল জানিয়েছেন, গুরু দত্তর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ছবির পরিকল্পনা করা হয়েছে।

গুরু দত্তর চরিত্রে অভিনয়ের জন্য প্রথম থেকেই ভিকি কৌশলকে বেছে নিয়েছিল প্রযোজনা সংস্থা। এর আগে ‘সরদার উধম’ ও ‘শ্যাম বাহাদুর’-এর মতো জীবনীভিত্তিক ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন ভিকি। গুরু দত্তর বায়োপিক পরিচালনার জন্য ইতিমধ্যেই দুই বলিউড পরিচালককে বিবেচনা করা হচ্ছে।

এ বছর কান চলচ্চিত্র উৎসবে গুরু দত্তর ক্ল্যাসিক চলচ্চিত্র ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’ ও ‘চৌধভিন কা চাঁদ’–এর পুনরায় সংরক্ষিত (রেস্টোরড) সংস্করণ প্রদর্শিত হয়েছে। আগামী ৯ জুলাই গুরু দত্তর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই ছবিগুলো আবার প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিনই তাঁর জীবনীভিত্তিক ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাও হতে পারে।

১৯২৫ সালের ৯ জুলাই বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন গুরু দত্ত। তাঁর প্রকৃত নাম ছিল বসন্তকুমার শিবশঙ্কর রাও পাড়ুকোন। প্রয়াত এই নির্মাতা ১৯৬৪ সালের ১০ অক্টোবর মুম্বাইতে মৃত্যুবরণ করেন। স্ত্রী গীতা দত্ত ও তিন সন্তান—তরুণ, নীনা ও অরুণকে রেখে গেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন