You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় ৪ মাসে ১৩৬ খুন, প্রকাশ্যে হত্যা-ছিনতাই চলছেই

রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন গুদারাঘাট এলাকার একটি দোকানের সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। হঠাৎ মাস্ক পরা দুই যুবক এসে প্রকাশ্যে একের পর এক গুলি করে হত্যা করে তাকে। পরে একাধিক ফাঁকা গুলি করে চলে যায় দুর্বৃত্তরা।

এ হত্যাকাণ্ডের একটি সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একইদিন রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নেয়- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে তার কাছ থেকে ২১ লাখ ৭০ হাজার টাকা, তিন হাজার ৫শ ইউএস ডলার ও ১১শ সৌদি রিয়াল ছিনিয়ে নিয়ে যায়।

ওপরের তিনটি ঘটনাই ঘটেছে গত ১০ দিনের মধ্যে। শুধু বাড্ডা, মগবাজার কিংবা মিরপুরের ঘটনাই নয়, দেশজুড়েই বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। প্রকাশ্যে খুন, ডাকাতি, ছিনতাই, সশস্ত্র মহড়াসহ নানা অপরাধ কর্মকাণ্ড ঘটছে। মানুষকে জিম্মি করে, অস্ত্র ঠেকিয়ে, গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা ও আতংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন