You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা উত্তরে পশুর হাট শুরুর বাকি ৩ দিন, চূড়ান্ত হয়েছে মাত্র দুটি

পবিত্র ঈদুল আজহার চার দিন আগে থেকে রাজধানীতে পশুর হাট বসে। ঈদের দিনও কোরবানির পশুর কেনাবেনা হয়। সব মিলিয়ে পাঁচ দিন হাটগুলো জমজমাট থাকে। আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এই হিসাবে কোরবানির হাট শুরু হওয়ার কথা ৩ জুন। তবে এখনো হাটগুলোর ইজারাদার নিয়োগ চূড়ান্ত করতে পারেনি ঢাকা উত্তর সিটি (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

সংস্থাটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর একটি স্থায়ী (গাবতলী) হাটের পাশাপাশি ১০টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে গত বৃহস্পতিবার মাত্র দুটি হাটের ইজারা চূড়ান্ত করা গেছে। হাট দুটি হচ্ছে ডিএনসিসি ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় মস্তুল চেকপোস্ট–সংলগ্ন খালি জায়গার হাট এবং তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন খালি জায়গা (পলিটেকনিক মাঠ)।

হাটগুলোর ইজারাদার নিয়োগে দেরি হওয়ায় হাট বসানোর প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দরপত্র দেওয়া ব্যক্তিরা। তাঁরা বলছেন, হাটের প্রস্তুতির জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময়ের প্রয়োজন। পাশাপাশি প্রচারণার বিষয় রয়েছে। সারা দেশের গবাদিপশুর ব্যবসায়ী কিংবা পাইকারদেরও জানানোর বিষয় রয়েছে।

গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর একমাত্র স্থায়ী হাট গাবতলীর বিষয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডিএনিসিসি। পাশাপাশি রাজধানীর অন্যতম বৃহত্তম উত্তরা দিয়াবাড়ি হাটের (অস্থায়ী) বিষয়েও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। দুই দফা দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার পরও সরকার নির্ধারিত দর পাওয়া যায়নি মিরপুরের কালশী বালুর মাঠের হাটের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন