You have reached your daily news limit

Please log in to continue


৬ জুন ২০২৫ পর্যন্ত রাশিফল

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রিয়জনের মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন। আবেগ ধরে রাখুন। পরে অনুতাপ হতে পারে, এমন কিছু দায়িত্বজ্ঞানহীন ভাবে করা কাজ থেকে বিরত থাকুন। সপ্তাহের মাঝদিকে দেখতে পাবেন, কাজে মনসংযোগ করতে অসুবিধা হচ্ছে। কারণ স্বাস্থ্য ঠিক নেই। অন্যদের সঙ্গে খুশি ভাগ করে দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে উপলব্ধি করতে পারবেন, বিবাহের জন্য শপথগুলো সত্যি ছিল। কারণ স্বামী/ স্ত্রী সবচেয়ে প্রাণের বন্ধু যা বিবাহিত জীবনের জন্য দারুণ।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ সময় পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি ভাব ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। সপ্তাহের মাঝদিকে চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করা যাবে। আর হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ এ সময় প্রেমিক/ প্রেমিকার দেখা পাবেন। দুশ্চিন্তা ছাড়ুন। আর প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। সপ্তাহের শেষে আত্ম করুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না। বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। দুঃসময়ে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আত্মীয়দের কাছে ছোট সফর, ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে আর মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে দেবে। সপ্তাহের মাঝদিকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি ও প্রভাব কাজে লাগতে হবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। সপ্তাহের শেষদিকে কাজের চাপ জীবনকে ব্যাহত করেছিল তবে এ সময় সব বিলীন হয়ে যাবে। সঙ্গী পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার বাড়িয়ে তুলবে। সহজেই মূলধন, অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ভাইয়ের কাজে নিয়মিত হস্তক্ষেপ করে তাকে অসুন্তষ্ট করতে পারেন। যেখানে পরামর্শ চাওয়া হবে না, সেখানে দেবেন না। এমনকি আপনার পরামর্শ অনভিপ্রেত হতে পারে। সপ্তাহের শেষদিকে যদি একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন তবে সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে। অনেক লাভ এনে দেবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের মুরুতে আত্ম বিকাশের প্রকল্পগুলো একের থেকে বেশি উপায়ে পুরস্কৃত করবে। নিজের সম্পর্কে ভালো ও প্রত্যয়ী অনুভব করবেন। সহযোগিতামূলক ও বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে। সপ্তাহের মাঝদিকে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। বেতন বৃদ্ধি আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে পারে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলো ও তাৎক্ষণিক খরচের খেয়াল করবে। সপ্তাহের শেষদিকে অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সঙ্গে বোঝাপড়ার করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। বিরক্ত হওয়ার পরিবর্তে একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই দেরি করে রাতে বাড়ি ফেরা আর অন্যদের ওপর বেশি খরচ এড়ানোর চেস্টা করুন। খরচ সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষতি করতে পারে। সপ্তাহের মাঝদিকে লক্ষ্যপূরণে দূর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি ভালো। আশাবাদী হন আর উজ্জ্বল দিকটি দেখুন। প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের দরজা উন্মুক্ত করবে। সপ্তাহের শেষদিকে আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা ও যত্ন এ সময়ের প্রধান মন্ত্র বলে মনে হবে। দীর্ঘস্থায়ী বকেয়া পাওনাগুলো শেষ পর্যন্ত পুনরুদ্ধার করা যাবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ সময়। আশীর্বাদ ও সৌভাগ্য আপনার পথে আসায় ও অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। সপ্তাহের মাঝদিকে খরচ বাড়বে তবে আয়ের উত্থান বিলগুলা তত্ত্বাবধান করবে। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ও টাকা খরচ উপভোগ করতে মন চাইবে। সপ্তাহের শেষদিকে অত্যন্ত প্রভাশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে। কাজকর্ম, ভালোবাসা ও ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোকজনের প্রভাবে নয়।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে যেসব কঠিন কাজ করেছেন এ সময় সেগুলো ফিরে পাওয়ার সময়। কর্মক্ষেত্রে সব কিছু রহস্যময় হয়ে যেতে পারে। আপনার বিরুদ্ধে সব কিছু যাচ্ছে বলে মনে হবে। তবে এটি সত্য নয়। সপ্তাহের মাঝদিকে উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার ও গভীর চিন্তা ভাবনা পেতে সহায়তা করতে পারে। দাতব্য কাজে মানসিক পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে পরিতৃপ্তি দেবে। সপ্তাহের শেষদিকে খুব একটা লাভদায়ক সময় নয়। তাই টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। মানে আয় বুঝে ব্যয় করুন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে দূর দেশে পেশাদারী ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণে কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। সপ্তাহের মাঝ দিকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সামগ্রিক পরিবেশকে সুন্দর করে দিতে পারে। সপ্তাহের শেষদিকে সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। মেজাজ পরিবর্তন করার জন্য কোনো সামাজিক অনুষ্ঠানে যান।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের মাঝের দিকে যদি একটি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য, শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্মক্ষেত্রে ‍ওঠা কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে সঙ্গীর সঙ্গে নিরুদ্বেগ সময় কাটাবেন। বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা এ সময় প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে। সপ্তাহের মাঝদিকে সব থেকে সেরা প্রত্যাশা করে নিজেকে উৎসাহিত করুন। আর দুর্ঘটনাকেও হাস্যকরভাবে দেখতে চেষ্টা করুন। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকুন। সপ্তাহের শেষ দিকে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তারপর পরও সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যদি চাপ অনুভব করেন তবে আরও বেশিক্ষণ বাচ্চাদের সঙ্গে সময় কাটান। তাদের উন্নত আলিঙ্গনে আদরে একটি নিষ্পাপ হাসিও আপনাকে দুর্দশা থেকে তুলে আনতে পারে। সপ্তাহের মাঝদিকে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যহত করেছিল তবে এ সময় সব বিলীন হয়ে যাবে। সঙ্গী পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে। সপ্তাহের শেষদিকে ‍দুর্ঘটনা, সামান্য কাটা বা আঘাত এবং ক্ষত হওয়ার সম্ভাবনা। তাই ধারালো জিনিসগুলো হাতে নেওয়ার সময়, যানবাহন চালানো বা চড়ার সময় আর কোনো খেলাধুলা করার ক্ষেত্রে সতর্ক থাকুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন