প্রচুর বৃষ্টি হচ্ছে দেশে, কিন্তু গরম কমছে কই! বৃষ্টিতে কাকভেজা হয়ে বাসায় ফিরলেও অসহ্য গরমের স্বস্তি নেই। হাঁসফাঁস করা অবস্থার অবশ্য উন্নতি দিতে পারে কিছু খাবার। পাঁচটি খাবার এমন আছে যা সাময়িক ও স্থায়ীভাবে কিছুটা হলেও আরাম দেবে।
লেবু পানি: গরমের সময় লেবুর শরবত পান করলে তা শরীরের ক্লান্তি দূর করবে। সেক্ষেত্রে একদম সাধারণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করা যেতে পারে। তবে চিনি ছাড়া হলে সেটি আরও বেশি উপকারী।
দই: এই খাবারটিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে। যা এনার্জির ঘাটতি পূরণ করার সবচেয়ে জরুরি উপাদান। তাই প্রতিদিন ১ কাপ দই খান। ক্লান্তি আসবে না শরীরে। গরমেও আরাম পাবেন বেশ।
কাঁচা আমের শরবত: সিজন শেষের পথে। বাজার এখন পাকা আমে সয়লাব। তবে কাঁচা আম হতে পারে গরমের আরাম। কাঁচা আমের মাঝে ভিটামিন-সি থাকে। এর সঙ্গে মরিচ যুক্ত না করে যদি এটিকে শরবত হিসেবে খাওয়া যায়, তাহলে গরম কম অনুভব হতে পারে।