You have reached your daily news limit

Please log in to continue


নিউমার্কেট এলাকায় এখনো জমে আছে পানি, ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ

রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা রাত ধরে চলেছে বৃষ্টি। আর আজ শুক্রবার বৃষ্টি হয়েছে থেমে থেমে। এই বৃষ্টির কারণে অনেক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। আজ দুপুরের পর বিভিন্ন এলাকার সড়ক থেকে পানি নামলেও নিউমার্কেট এলাকার সড়কে এখনো পানি জমে আছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন নিউমার্কেট এলাকায় দেখা যায়, মূল সড়ক ও সংলগ্ন গলিগুলোয় পানি জমে আছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি। রিকশা চললেও যাত্রীদের অনেক সময় ভ্যান বা হেঁটেই চলতে হচ্ছে। দোকানপাটের মধ্যেও পানি ঢুকেছে।

ক্ষোভ প্রকাশ করে পথচারী জোবায়েদা বেগম বলেন, ‘ছেলেকে কোচিংয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পানি আর কাদা মাড়িয়ে হাঁটা যায় না।’ কয়েক বছর ধরে নিউমার্কেট এলাকার পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। সিটি করপোরেশন আদৌ কোনো কাজ করে কি না এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পানি নিষ্কাশনের চেষ্টা চলছে।

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (জোন-১) সাইফুল ইসলাম জয় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিউমার্কেট এলাকার পানি পিলখানার ভেতর দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে পড়ার কথা। কিন্তু ওই পথটি আপাতত বন্ধ। নতুন পথ তৈরির পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে। এখন বিকল্প পথ হয়ে পানি সরাতে একটু সময় লাগছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন